Ads

মেহজাবিন ও নিশো এখন ভাইবোন!

মেহজাবিন ও নিশো
মেহজাবিন ও নিশো
প্রেমিক-প্রেমিকা হিসেবে অনেক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন।
এবার তারা আসছেন নতুন এক গল্প নিয়ে। প্রথমবার ভাইবোনের চরিত্রে নাটকে অভিনয় করতে দেখা যাবে এই দুই অভিনয়শিল্পীকে। নাটকটির নাম ‘ভাইয়া’। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করছেন সাজ্জাদ সুমন। গতকাল থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে।
প্রথমদিন রাজধানীর পূর্বাচল সংলগ্ন এলাকায় এর শুটিং হয়েছে। এ নাটকে অভিনয় প্রসঙ্গে নিশো বলেন, ‘নাটকটির গল্প আমার পছন্দ হয়েছে, তাই অভিনয় করছি। মেহজাবিনের সঙ্গে এর আগে রোমান্টিক গল্পের নাটকেই শুধু অভিনয় করেছি। এ নাটকে সে আমার বোন।
একজন দায়িত্ববান বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করছি। বোনের যে কোনো সমস্যায় পাশে থাকি আমি। নতুন ধরনের এই চরিত্রে দর্শক আমাদের ভিন্নভাবে দেখতে পাবেন।’ মেহজাবিন বলেন, ‘আগের নাটকগুলোতে প্রেমিক হিসেবেই আমার সঙ্গে অভিনয় করেছেন নিশো।
হঠাৎ এ ধরনের গল্পে কাজ করার প্রস্তাব পাওয়ার পর ভাবলাম নাটকটিতে অভিনয় করি। কারণ এটির চরিত্র বিন্যাস ব্যতিক্রমী। এ নাটকে আমি গ্রামের এক সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় করছি। আশা করছি নাটকটি দর্শক পছন্দ করবেন।’

Post a Comment

0 Comments