Ads

জুকারবার্গের সাফাই

জুকারবার্গের সাফাই
আবারও নিজের পক্ষে সাফাই গাইলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। তিনি দাবি করেছেন, ফেসবুক ব্যবহারকারীদের কোনো ধরনের ডেটা বিক্রি করে না।
জুকারবার্গ বৃহস্পতিবার ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালে তার মতামত লিখতে গিয়ে জানান, ফেসবুক মানুষের ডেটা বিক্রি করে না।
যদিও আমরা সেগুলো জানি। তবুও নয়। মাধ্যমটিতে ক্লিকবিট এবং জাঙ্ক কোনো কিছু দেখানো এবং তাকে ছড়িয়ে পড়তে দেয়া আমাদের জন্য কিছুটা বোকামিই হবে। কারণ কেউ এমন কনটেন্ট দেখতে চায় না বলেও জানান তিনি।
গত কয়েক বছরে ফেসবুকের বিরুদ্ধে ওঠা নানা ধরনের ডেটা কেলেঙ্কারির বিষয়ে এবং কীভাবে ২০০ কোটির বেশি ব্যবহারকারীর তথ্য নিয়ন্ত্রণ করে এমন বিষয়ের ওপর এক হাজার শব্দের একটি নিবন্ধ লেখেন তিনি। আমরা শুধু দেখি, মানুষ কোন পেইজে লাইক দিল, কোনটায় কমেন্ট করল, কোনটায় ক্লিক করল- এমন সবকিছু আমরা দেখি।
আর সেটার বিশ্লেষণ করে বিজ্ঞাপন দেয়ার কাজ করা হয়, বলেন জুকারবার্গ। ফেসবুকের প্রধান নির্বাহী বলেন, ব্যবহারকারীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে সে বিজ্ঞাপন দেখতে চায় কি চায় না।
সে নিজেই তা নিয়ন্ত্রণ করতে পারেন। এ স্বাধীনতা তাদের রয়েছেই।
গত ডিসেম্বরে নিউইয়র্ক টাইমসে এক প্রতিবেদনে বলা হয়, মাধ্যমটির পার্টনারদের ব্যবহারকারীর ব্যক্তিগত মেসেজ পড়তে দেয়।
কিন্তু এমন কথা অসত্য এবং ভিত্তিহীন বলে দাবি করে জুকারবার্গ বলেন, আমরা কাউকে কোনো ধরনের ব্যক্তিগত মেসেজ পড়তে দেই না। জুকারবার্গ বলেন, এটা সত্যি যে আমরা মানুষের ডেটা নেই। সেটা অবশ্যই বিক্রির জন্য নয়। আমরা সেটা নেই শুধু বিজ্ঞাপনের জন্য।
কারণ আমরা জানি, ডেটার নিরাপত্তা দিতে না পারলে আমরা কখনই এই অবস্থানে আসতে পারতাম না। না পারলে এই অবস্থানও ধরে রাখতে পারব না।

Post a Comment

0 Comments