
. # হাঁস :- ঠিকই বলেছিস।
. # টিকটিকি :- আমার মতো ডিমগুলো লুকিয়ে রাখতে পারিস না?
কই,আমার
ডিমতো ওরা বিক্রি করে না।
. # শিয়াল :- খুবই খারাপ কথা, মুরগি ভাই। তুমি আজ সন্ধার পর বাগানের
শেওরাগাছটার নিচে এসে আমার সঙ্গে দেখা করবে,
কেমন।
. # কুকুর :- শেয়ালের কথায় কান দিওনা,মুরগি ভাই। বেটা এক নম্বর
ধান্দাবাজ। . # বিড়াল :- ভাগ্য ভাল যে আমি ডিম পারি না।
. # ছাগল :- তোরা মানুষের বদনাম করছিস কেন? ওরা কত ভাল আমি
জানি। আমাদের কত আদর করে ঘাস-পাতা
খাওয়ায়। . # গরু:- ছাগল রে তুই ছাগলই রইয়া গেলি। পরে বুঝবি এত আদর
কেন করে। .
#কুকুর:- আমি ছাগলের সাথে একমত। .
#মুরগি:- কুকুর তুই এত ঘ্যান ঘ্যান করিস না। মানুষ তোকে
আমাদের মত খায় না তো,তাই এত বকবক করছিস।
. #কুকুর:- মানুষ আমাদের খায়না তোকে কে বললো ? সাধে
কি আমি চাইনিজ লোক দেখলে লেজ তুলে দোউর লাগাই ?
.
# কচ্ছপ:- hi,guys.signe in করতে একটু দেরি হয়ে গেল।
কেউ কিছু মনে করোনি তো?
. # হায়না:- তুই তো এমনিতেই ধীরুস সেটা আমরা জানি। মনে
করার কি আছে?
. # হাতি :- হায়না ভাই,এটা কিন্তু ঠিক না। তুমি একটু জোরে দৌরাও বলে
অন্যদের
গতি নিয়ে হাসাহাসি করবে?
. #কচ্ছপ:- আমি ধীরুস কে বললো? ভুলে গেলে যে
খরগোশকে দৌরে হারিয়ে ছিলাম আমি।খরগোশ কই কিছু
বলছো না যে।
. # জিরাফ :- খরগোশ এর মোবাইল ফোনে নেট প্যাকেজ
শেষ। তাই চ্যাটে আসতে পারছে না। তোরা কেউ ওকে
একটু এমবি ধার দে।
. # সিংহ :- আমি বনের রাজা, অথচ আমাকে ছারাই তোরা চ্যাটিং শুরু
করেছিস কোন আক্কেলে?
. #হাতি:- উল্টাপাল্টা কথা বলে আমার মেজাজটা গরম করিসনা কিন্তু।
নইলে তুলে
এমন আছার মারবো যে রাজা গিরি ছুটে যাবে।
.
# কুমির:- হি হি হি! হাসতে হাসতে চোখে জল এসে গেল।
.
# বানর :- তবে তোরা যে যাই বলিস,আমার মোবাইলের
নেটওয়ার্ক কিন্তু তোদের চেয়ে স্ট্রং।
. # বাঘ:- তোর নেটওয়ার্ক স্ট্রং আর আমার দাত স্ট্রং। গাছ
থেকে নেমে আয় প্রমান
দেখাচ্ছি। .
#শিয়াল:- আলোচনা সংঘর্ষের দিকে যাচ্ছে।আর তাই শান্তির
স্বার্থে আজকের মত গ্রুপ চ্যাট শেষ করলাম সবাইকে
ধন্যবাদ।
.
0 Comments