জন্ম আনু ৫৪০ - ৪৮০ BC
তিনি এশিয়া মাইনরের উপকূলের আইয়োনিয়ার গ্রিক শহর ইফেসাসের স্থানীয় বাসিন্দা ছিলেন। তিনি বিশ্বাস করতেন বৈপরীত্যই এ-জগৎকে বৈশিষ্ট্যপূর্ণ করে তুলেছে। ক্ষুদা কি না জানলে পেট ভরে থাকার মজা টের পেতাম না আমরা।
কখনো অসুখে না পড়লে সুস্থ থাকা কি আমরা জানতাম না।শীতকাল না থাকলে বসন্ত কখনো দেখতে পেতাম না আমরা।
কখনো যুদ্ধ না হলে শান্তির মর্যাদা বুঝতে পারতাম না।
হেরাক্লিটাস বিশ্বাস করতেন বস্তুর ক্রমবিন্যাসে ভাল আর মন্দ দুইয়েরই অপরিহার্য স্থান রয়েছে।
1 Comments
nice
ReplyDelete